Friday, October 24, 2025

৪৯তম বিসিএসের মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা

আরও পড়ুন

৪৯তম বিসিএসের (বিশেষ) মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে এ সময়সূচি প্রকাশ করা হয়।

এতে বলা হয়, ৪৯তম বিশেষ বিসিএসের মৌখিক পরীক্ষা ২ নভেম্বর থেকে শুরু হবে। ৯ নভেম্বর পর্যন্ত এ পরীক্ষা চলবে। নির্ধারিত দিনে সকাল ১০টা থেকে ঢাকার আগারগাঁওয়ে কমিশন কার্যালয়ে মৌখিক পরীক্ষা নেওয়া হবে।

রোববার এ বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হন ১ হাজার ২১৯ প্রার্থী।

আরও পড়ুনঃ  বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী জামায়াতে যোগ দিলেন

গত ১০ অক্টোবর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকার ১৮৪টি কেন্দ্রে এ বিসিএসে আবেদন করা ৩ লাখ ১২ হাজারের বেশি প্রার্থীর এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষার আয়োজন করে পিএসসি।

লিখিত পরীক্ষায় ১ লাখ ৭৬ হাজার ৬৭০ জন প্রার্থী অংশ নেন, যা মোট আবেদনকারীর ৫৬ দশমিক ৪৯ শতাংশ।

সরকারি সাধারণ কলেজগুলোর জন্য ৬৫৩ জন এবং সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজগুলোর জন্য ৩০ জন শিক্ষক নিয়োগ দিতে গত ২১ জুলাই ৪৯তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। ২২ জুলাই দুপুর ১২টা ১০ মিনিট থেকে ২২ অগাস্ট সন্ধ্যা ৬টায় পর্যন্ত এ বিসিএসের আবেদন চলে।

আরও পড়ুনঃ  ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ঢাকায় আসছেন ডিসেম্বরে

প্রার্থীদের ২০০ টাকা আবেদন ফি গুনতে হয়েছে। তবে অনাগ্রসর জনগোষ্ঠীর জন্য আবেদন ফি ছিল ৫০ টাকা। আবেদনকারীর সর্বোচ্চ বয়সসীমা ছিল ৩২ বছর।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ